শিয়রে বাংলার পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই সরগরম রাজনৈতিক আবহ। জোরকদমে প্রচার সারতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। তার আগেই মাথাব্যথা বাড়ল বঙ্গ বিজেপির। দলীয় নেতৃত্বকে ভাবাচ্ছে দুর্বল সংগঠন। ফের মিসড কল অস্ত্রে শান দিয়েছে গেরুয়াশিবির। অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বঙ্গবাসীর সামনে মিসড কল দিয়ে বিজেপি নেতা হওয়ার সুযোগ রয়েছে। অন্য গেরুয়া নেতাদের মতোই সোশ্যাল মিডিয়ায় ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলছেন খোদ রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির অন্দরে কাত পাতলে শোনা যাচ্ছে যে বাংলার ৭৭ হাজার বুথের মধ্যে কেবলমাত্র ১০ হাজার বুথে বিজেপির বুথ কমিটি রয়েছে। গেরুয়া-নেতারা বলছেন, বিজেপির ঝান্ডা ধরার লোক পর্যন্ত নেই। অন্যদিকে, দিল্লির গেরুয়া নেতারা বুথে বুথে কমিটি তৈরির জন্য চাপ দিচ্ছে। শাহ, নাড্ডারা জোর দিলেও কাজের কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে গতকাল অমিতাভ চক্রবর্তী সমাজ মাধ্যমে পোস্ট করেন, “বুথ গঠন করবই, সোনার পশ্চিমবঙ্গ গড়বই। ফোন করুন ৭৮২০০৭৮২০০।” অর্থাৎ বঙ্গ বিজেপির হাল যে তথৈবচ তা ফের প্রমাণিত হল। অন্যদিকে, মিসড কলে বিজেপির সদস্যপদ গ্রহণের প্রক্রিয়ার সমালোচনা করেছেন বিজেপির একাংশের নেতারাই। দলের সদস্য সংগ্রহ, বুথ কমিটি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ কি মিসড কল দিয়ে হয়? উঠছে প্রশ্ন। দানা বেঁধেছে মতানৈক্যও।