মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে প্রকৃত অর্থেই শ্রমিক দরদী এবার ফের মিলল তার প্রমান। এবার বাংলায় নানান ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াল মমতা সরকারের শ্রম দফতর। বর্ধিত মজুরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জানুয়ারি থেকে জারি করা হয়েছে। আগামী জুন পর্যন্ত এই মজুরির কার্যকর হবে। উল্লেখ্য, শ্রম দফতর বছরে দু-বার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে যা জানুয়ারি ও জুলাই থেকে কার্যকর হয়।
চার ধরনের শ্রমিকদের মাসিক প্রায় ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মজুরি বেড়েছে। অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মাসিক মজুরি ৯,২৩৪ টাকা থেকে ৯,৭৮১ টাকা হচ্ছে। অর্ধদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে ১০,১৬৩ টাকা থেকে বেড়ে মাসিক মজুরি হচ্ছে ১০,৭৫৯ টাকা। দক্ষ শ্রমিকদের মাসিক মজুরি ১১,১৮০ টাকা থেকে বাড়িয়ে ১১,৮৩৬ টাকা করা হচ্ছে। অতিদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে মজুরি ১২,২৯৭ টাকা বেড়ে ১৩,০১৯ টাকা হয়েছে।
শুধু তাই নয়। এর পাশাপাশি ন্যূনতম দৈনিক মজুরিও একই হারে বাড়ানো হয়েছে। উক্ত চার শ্রেণির শ্রমিকদের দৈনিক মজুরি সর্বনিম্ন ৩৫৫ টাকা থেকে ৪৭৩ টাকা করা হচ্ছে। অন্যদিকে, ৩০ ফুট বা তার বেশি উঁচু বাড়ি ও টানেলের ক্ষেত্রে, সে সমস্ত নির্মাণে কর্মরত শ্রমিকদের ২০ শতাংশ অতিরিক্ত মজুরি দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।