বিধানসভার অধিবেশনের মধ্যে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর খৈনি ডলার ভঙ্গি চোখে পড়েছিল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। আর তা দেখেই সঙ্গে সঙ্গে মিহিরের উদ্দেশে তিনি বলেন, ‘বিধানসভায় খৈনি ডলবেন না!’
মিহির অবশ্য অধিবেশনেই বলেন, তাঁর হাতে খৈনি নেই। ব্যাপারটা ওখানে থেমে গেলেও কৌতূহল চাপা থাকেনি। তাহলে নাটাবাড়ির বিজেপি বিধায়কের হাতে ওটা কী ছিল? তেলোতে কী নিয়ে আঙুল দিয়ে ঘষছিলেন মিহির? অধিবেশন কক্ষের বাইরে বেরিয়ে মিহির বলেন, তিনি খৈনি ডলেননি। হাতে জোয়ান নিয়ে আঙুল ঘষছিলেন। দূর থেকে ওই মুদ্রাকে কৈনি ডলার মতো মনে হয়েছে। তাই হয়তো স্পিকার বলেছেন।