ফের বিপাকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশের উপর হামলা চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল তিনি-সহ আরও কুড়ি জনের বিরুদ্ধে। উক্ত ঘটনার ২৫ দিনের মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ কুড়ি জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কলকাতা পুলিশ। এদিকে, পুলিশের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় নিউ মার্কেটের একটি মামলায় নওশাদক সিদ্দিকিকে ফের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।গত ২১শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফের সমাবেশ ঘিরে ধুন্ধুমার হয়। পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। আহত হন বহু পুলিশ আধিকারিক ও পুলিশকর্মী। মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট ও নিউ মার্কেট এলাকায় হওয়া অভিযোগের ভিত্তিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের শেষে হেয়ার স্ট্রিট থানার মামলায় ২৫ দিনের মাথায় চার্জশিট পেশ করল পুলিশ।
উল্লেখ্য, ৩২ পাতার এই চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, সংঘর্ষ, সরকারি কাজে বাধা দেওয়া, খুনের চেষ্টা, পুলিশের উপর হামলা, পুলিশের উপর হামলা চালিয়ে গুরুতর আঘাত করা, সরকারি সম্পত্তি ভাঙচুরের ধারা প্রয়োগ করা হয়েছে। চার্জশিটে উল্লেখ রয়েছে যে, এক সার্জেন্টকে এমনভাবে মারা হয় যে, তাঁর হাতের হাড় সরে গিয়েছে। বউবাজার থানার ওসি ও অতিরিক্ত ওসির আঘাত গুরুতর। ইচ্ছাকৃতভাবেই উদ্দেশ্য নিয়ে তাঁদের এমনভাবে আঘাত করা হয়, যে তাঁরা খুনও হতে পারতেন। পুলিশের অভিযোগ, এই পুরো হামলায় মদত জুগিয়েছেন নওশাদ সিদ্দিকি। এদিন নওশাদ ও আইএসএফের নেতা-কর্মীদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পুলিশের পক্ষে নিউ মার্কেট থানার একটি মামলায় নওশাদ সিদ্দিকিকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী জানান, তদন্তে আরও নতুন তথ্য উঠে আসছে। তাঁকে ফের জেরার প্রয়োজন। এরপর দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক, নওশাদ ও তাঁর সঙ্গীদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।