রাজনীতি আর অর্থনীতির অঙ্ক সামলানোর লক্ষ্য নিয়েই আজ, বুধবার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার।
বিগত কয়েক বছরে সামাজিক কল্যাণ খাতে উল্লেখযোগ্য হারে বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার। তৃতীয় বার সরকারে ফিরে লক্ষ্মীর ভান্ডার, নতুন কৃষকবন্ধু, পড়ুয়া ঋণকার্ড ও স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পের পরিধি বাড়ানো হয়েছে। চলছে কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল ও ট্যাব বিতরণ, নিখরচায় রেশন, ভাতা-সহ বিভিন্ন প্রকল্প।
পঞ্চায়েত ভোট আসন্ন, তাই মূলত গ্রামাঞ্চলের মানুষের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ গুরুত্ব দিয়ে ভাববেন বলে মনে করা হচ্ছে। এমনিতেই কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারে বিপুল খরচ হয় রাজ্যের। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কীভাবে বাজেট সাজাবেন, তা হবে লক্ষ্যণীয়। উল্লেখ্য, দিদির দূত কর্মসূচিতে রাজ্যের নেতাদের সামনে গ্রামের সমস্যার কথা বারবার তুলে ধরেছেন সাধারণ মানুষ। রাস্তা, পানীয় জল, বিদ্যুতের মতো অপরিহার্য বিষয়গুলির কথা উঠে এসেছে।
শুধু পঞ্চায়েত নয়, বছর ঘুরলেই তোড়জোড় শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের। তাই সে কথা মাথায় রেখেও পরিকল্পনা করতে হবে এখন থেকেই।