দেশি-বিদেশি সাহিত্য-চলচ্চিত্রের সুবাদে বহুকাল ধরেই লাল গোলাপ এবং প্রেম সমার্থক। আর তাই প্রেমের সপ্তাহেও তার চাহিদা ছিল আকাশচুম্বী। গত সাতদিনে প্রায় এক কোটি লাল গোলাপ বিকিয়েছে বলে জানিয়েছেন ফুলচাষিরা।
শুধু এ রাজ্যেই নয়, বাংলার গোলাপেই মনের মানুষকে প্রেম নিবেদন করেছে অন্য রাজ্যের যুগলরাও। এখান থেকেই রোজ ডে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে গোলাপ গিয়েছে, মুম্বই, দিল্লী, রাউরকেলা, উড়িষ্যা এমনকী, বাংলাদেশেও। তাই গোটা সপ্তাহজুড়েই গোলাপের দাম ছিল আকাশচুম্বী। মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে-র দিন তো লাল গোলাপ ১৫-২০ টাকা পিসে বিকিয়েছে। বেঙ্গালুরুর গোলাপের দাম উঠেছিল ৩৫ থেকে ৪০ টাকায়।
ফুল ব্যবসায়ীরা জানাচ্ছেন, গোটা সপ্তাহেই লাল গোলাপের বিপুল চাহিদা থাকে। শুধু রাজ্যেই নয়, ভিন রাজ্যেও। কারণ বাংলায় যতটা গোালাপের চাষ হয়, তা অন্যত্র কোথাও হয় না। আর বেঙ্গালুরুর ডাচ গোলাপের দাম অনেকটা বেশি। সকলের পক্ষে সেই দাম দিয়ে গোলাপ কেনাও সম্ভব হয় না। প্রেম নিবেদনে তাই বাংলার গোলাপ ছাড়া গতি থাকে না মুম্বই-দিল্লীর প্রেমিক-প্রেমিকাদেরও।
ফুলচাষি সংগঠনের তরফে জানানো হচ্ছে, এই এক সপ্তাহে প্রায় এক কোটি গোলাপের চাহিদা থাকে রাজ্যে। আগে থেকেই তাই চাষিরা হিমঘরে ফুল মজুত রেখে দেন। ৭ ফেব্রুয়ারি থেকে তা খোলা বাজারে বিকোতে থাকে। উল্লেখ্য, এ রাজ্যের গোলাপ মূলত দু’ধরনের। একটা ইটালিয়ান প্রজাতি, আর একটা মিনিপল। বেশি বিকোয় মিনিপল গোলাপ। কারণ, এই গোলাপের ডাঁটি শক্ত। জলে রাখলে টাটকা থাকে তিন-চারদিন। দামেও সস্তা। তবে গত এক সপ্তাহ ধরে সেই গোলাপই বিক্রি হয়েছে ১৫-২০ টাকা প্রতি পিসে।