দিন কয়েক আগেই মোদী সরকারের পশুকল্যাণ মন্ত্রকের তরফে রীতিমতো নোটিস দিয়ে ভ্যালেন্টাইন্স ডে’তে গরুকে জড়িয়ে ধরার আর্জি জানানো হয়েছিল। যদিও দেশজুড়ে প্রবল বিদ্রুপের মুখে পড়ে সেই নোটিস প্রত্যাহার করে গেরুয়া শিবির। তবে দেশের হিন্দুত্ববাদীরা যে প্রেম দিবসকে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী মনে করে, এবার ফের মিলল তার প্রমাণ। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দুটি কুকুরের বিয়ে দিয়ে দিল তামিলনাড়ুর একটি হিন্দু সংগঠন।
প্রতিবাদ করতে গিয়ে সোমবার এমনই আজব ঘটনা ঘটিয়েছে সে রাজ্যের হিন্দুত্ববাদী দল হিন্দু মুন্নানি। দীর্ঘদিন ধরেই দলটি দাবি করে আসছে, ১৪ ফেব্রুয়ারি প্রেমিক-প্রেমিকারা নাকি পথেঘাটে অশালীন আচরণ করে বেড়ায়। সোমবার সংগঠনটির সদস্যরা দুটি পথকুকুরকে লাল এবং হলুদ কাপড় পরিয়ে এবং গলায় ফুলের মালা দিয়ে তাদের কাপড়দুটিতে গিঁট বেঁধে দেন।
শুধু তাই নয়। প্রতীকী বিয়ে বোঝাতে একটি কুকুরের কপালে সিঁদুরও দেওয়া হয়। প্রকাশ্যে প্রেমের উদযাপন ভারতীয় হিন্দু সংস্কৃতির পরিপন্থী, এমনটাই দাবি সংগঠনটির সদস্যদের। তাই কুকুরের বিয়ে দিয়ে প্রেম দিবস পালনের বিরুদ্ধে প্রতিবাদ নথিভুক্ত করেছেন তাঁরা, জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। যদিও এতে হিতে বিপরীত হয়েছে। এই কর্মকাণ্ডে হিন্দুদের বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে ব্যঙ্গ করা হয়েছে বলে অভিমত অনেকের।