রয়েছে বিপুল আম ফলনের সম্ভাবনা। এবছর আবহাওয়া যথেষ্ট অনুকূল। কাজেই মালদহে আমের রেকর্ড ফলন হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই মুকুলে ভরে উঠেছে আমগাছ। অন্তত ৯০ শতাংশ আম গাছে মুকুল চলে এসেছে। অন্যান্য বছরের তুলনায় এবার অন্তত সপ্তাহ দুয়েক আগে মুকুল আসায় আমের রেকর্ড ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পিছনে সহায়ক হয়েছে আম চাষের প্রয়োজনীয় অনুকূল আবহ। অন্যান্য বছর সাধারণত মুকুল আসতে ফেব্রুয়ারি মাস গড়িয়ে যায়। এবার শীতের শেষের মরশুম অনেকটাই উষ্ণ ছিল। পাশাপাশি আম গাছের পক্ষে ক্ষতিকর কুয়াশার বাড়বাড়ন্ত দেখা যায়নি। এই অবস্থায় রোদ ঝলমলে আকাশ আর উষ্ণ আবহাওয়ায় বেশ কিছুদিন আগেই এসেছে আমের মুকুল।
প্রসঙ্গত উল্লেখ্য, মালদহে এবার আম চাষের এলাকা বেড়েছে। গত বছর জেলায় আম চাষ হয়েছিল ৩১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। এবার আম চাষের এলাকা অন্তত ১২০ হেক্টর বেড়েছে। সবমিলিয়ে এ বছর জেলায় আম চাষ হচ্ছে ৩১ হাজার ৫৭০ হেক্টর জমিতে। গত বছর জেলায় তিন লক্ষ ৭৫ হাজার ১০০ মেট্রিক টন আমের উৎপাদন হয়েছিল। এ বছর সেই জায়গায় আমের উৎপাদন চার লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে বলে আশা বিশেষজ্ঞদের। তবে এ জন্য অবশ্যই প্রয়োজন হবে আগামী আরও তিন মাস আম চাষের পক্ষে সহায়ক ঝড়মুক্ত উষ্ণ আবহাওয়া। এ দিকে গাছে আমের মুকুল আসতেই মালদহে আম গাছের পরিচর্যা শুরু করেছেন চাষীরা। তবে উদ্যানপালন দফতর জানিয়েছে, এখনই বাগানে বিশেষ কোনও কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই। মুকুল থেকে আম গাছে গুটি চলে এলে আম উৎপাদনের সম্ভাবনা অনেকটা ঊর্ধ্বগামী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।