হঠাৎই চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। খেলনা বন্দুক নিয়ে ডাকাতির ছক কষল দুজন! ঘটনায় অবাক পুলিশও। সোমবার মাঝরাতে মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাল্যের মোড়ে দুজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সেই সময় এলাকায় টহলরত পুলিশ তাদের দেখতে পান। দু’জনকেই আটক করে তল্লাশি চালাতেই তাজ্জব হয়ে যায় পুলিশ। উদ্ধার হয় একটি খেলনা পিস্তল।
এরপর জিজ্ঞাসাবাদে করতেই জানা যায়, ওই দুই দুষ্কৃতী এই খেলনা বন্দুক দিয়ে মানুষকে ভয় দেখিয়ে ডাকাতির ছক করেছিল। ধৃত দুজনের নাম রিয়াজ মণ্ডল ও মনোজ কাহার। দুজনের বাড়ি আঁকিপুর ও শীতুলিয়া গ্রামে। পরে তল্লাশি চালিয়ে আরও একটি আসল ওয়ান শাটার ও গুলি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় দুই দুষ্কৃতীকে।