আদানি গোষ্ঠীকে নিয়ে বিরোধীদের লাগাতার প্রশ্নের মুখে পড়েও একটি শব্দ বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের জবাবে ভাষণে একাধিক বিষয়ে মন্তব্য করলেও আদানি নিয়ে কোনও কথা শোনা যায়নি তাঁর মুখে। অবশেষে এনার আদানি প্রসঙ্গে মুখ খুলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, আদানি প্রসঙ্গে বিজেপির কিছুই লুকনোর নেই। এই বিষয়টি নিয়ে দল ভয় পাচ্ছে না।
শাহর এমন মন্তব্যের পরই পালটা দিয়েছে কংগ্রেস। দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশের কটাক্ষ, ‘যদি ওদের কিছুই লুকনোর নাই থাকে, তাহলে জেপিসি গড়ে তদন্তের দাবি থেকে পালাচ্ছে কেন?’ এদিন সাংবাদিক সম্মেলনে জয়রাম বলেন, ‘ওরা (বিজেপি) আমাদের পার্লামেন্টে যৌথ সংসদীয় কমিটি গড়ার অনুমতি দিচ্ছে না। আমাদের সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ আমাদের নেতারা এই কমিটির জন্য যে দাবি জানিয়েছেন, সেই সব মন্তব্য বাদ দিয়ে দেওয়া হয়েছে।’