২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির স্মৃতি এখনও ভোলেনি দেশবাসী। সেদিন কাশ্মীরের পুলওয়ামায় আধা সেনা সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিলেন ৪০ জন জওয়ান। আজ প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও সেই নিহত সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে ফের নিশানা করেছেন।
বলেন, কেন্দ্রের গোয়েন্দা ব্যর্থতার কারণেই পুলওয়ামায় ৪০ সেনাকে অকালে প্রাণ দিতে হয়েছিল। জঙ্গিদের ষড়যন্ত্রের কথা আগাম জানতে পারেনি গোয়েন্দা সংস্থাগুলি। গত মাসে কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা উপলক্ষে আয়োজিত সভায় দিগ্বিজয় অভিযোগ করেছিলেন, পাকিস্তানে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কোনও প্রমাণ কেন্দ্রীয় সরকারে দেখাতে পারেননি। সংসদে বারবার প্রমাণ দাবি করা সত্ত্বেও কেন্দ্র নীরব ছিল।