এবার বিধানসভায় জবাবই ভাষণ দিতে উঠে চলতি বছরে রাজ্যের ৪০ লাখ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে বাজেট অধিবেশনের প্রথম দিন রাজ্যপাল ভাষণ দিয়েছিলেন বিধানসভায়। সোমবার রাজ্যপালের সেই জবাবি ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। ভাষণে মমতা জানান, রাজ্য সরকারের উদ্যোগে চলতি বছরে ৪০ লাখ সংখ্যালঘু ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে।
উল্লেখ্য, সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ দিতে রাজ্য সরকার ঐক্যশ্রী প্রকল্প চালু করেছিল। সম্প্রতি মন্ত্রিসভার সম্মতিতে ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দিতে মেধাশ্রী প্রকল্পের ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে।