উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গো-ভক্তির কথা কারো অজানা নয়। তাঁর আমলে ‘গোমাতা’র যত্ন-আত্তিতে কোনও কসুর করেননি যোগী। কিন্তু সেই যোগীরাজ্যেই এবার উঠল গোহত্যার অভিযোগ। স্থানীয় কৃষকরা ২৪টি গরুকে রেললাইনে ঠেলে দেয়। ওই সময় দুরন্ত গতির এক্সপ্রেস ট্রেন আসছিল। তার ধাক্কায় ঘটনাস্থলেই ১১টি গরুর মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও কয়েকটি গরু।
গ্রামবাসীরা জানিয়েছেন, ফসল নষ্ট করায় রাগে এই কাজ করেছেন স্থানীয় একদল কৃষক। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন হিন্দুত্ববাদীরা। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। গোবলয়ের রাজ্যে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। শনিবার সকালে উত্তরপ্রদেশের সম্বল জেলায় পরিকল্পিত গোহত্যা চলে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বাহজোই থানা এলাকার লাহরাবন গ্রামের কাছে গরুগুলি কাটা পড়ে। স্থানীয়েরা জানিয়েছেন, সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসা দেরাদূন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ১১টি গরুর। দুর্ঘটনার জেরে ১ ঘণ্টা দেরিতে চলে ট্রেনটি।