সাম্প্রতিক কালে বারবারই প্রশ্ন উঠেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। বারবারই সামনে এসেছে সে রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশার ছবি। এবার দীর্ঘক্ষণ চেষ্টা করেও সে রাজ্যের সরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পাওয়ায় অসুস্থ বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেল ৬ বছরের ছেলেকে।
ঘটনাটি ঘটেছে সিংগ্রাউলিতে। হৃদয়বিদারক সেই দৃশ্যের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৪ চাকার ঠেলাগাড়িতে শুয়ে রয়েছেন অসুস্থ বাবা। মাথার উপর প্লাস্টিক দিয়ে ছাউনি করে রোদ্দুর থেকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তাঁকে। সামনে থেকে অসুস্থ ব্যক্তির স্ত্রী টানছেন গাড়িটি। আর পিছন থেকে নীল জামা ও জিন্স পরা ৬ বছরের ছোট্ট ছেলেকে প্রাণপণে সেই গাড়ি ঠেলতে দেখা যাচ্ছে।
জানা গেছে, অ্যাম্বুলেন্স এর জন্য সরকারি হাসপাতালে ফোন করেছিলেন অসুস্থ ব্যক্তির স্ত্রী। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স না আসায় বাধ্য হয়ে ঠেলাগাড়িতে চাপিয়েই হাসপাতালের উদ্দেশে রওনা হন তাঁরা। এভাবেই গাড়িটি ঠেলে ৩ কিলোমিটার রাস্তা নিয়ে যান মা ও ছেলে। তবে শেষ পর্যন্ত তাঁরা চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন কিনা তা জানা যায়নি।