সম্প্রতি একের পর এক ভূমিকম্পের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সিরিয়া ও তুরস্ক। এরই মধ্যে এবার রিখটার স্কেলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানল সিকিমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সোমবার ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমের উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি ঘটে। রবিবার বিকেলে আসামের নাগাঁওতে ৪.০ মাত্রার ভূমিকম্পের একদিন পর এই কম্পনের ঘটনা ঘটে।
এনসিএস এক ট্যুইট বার্তায় জানিয়েছে, ‘৪.৩ মাত্রার ভূমিকম্প, সময় ১৩-০২-২০২৩, ০৪:১৫:০৪ আইএসটি, অক্ষাংশ: ২৭.৮১ এবং দ্রাগিমাংশ ৮৭.৭১, গভীরতা: ১০ কিমি, অবস্থান: ইউকসোম, সিকিম, ভারত থেকে ৭০ কিমি উত্তর পশ্চিম’। উল্লেখ্য, এর আগে রবিবার, রিখটার স্কেলে ৪ মাত্রার একটি ভূমিকম্প আসামের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে।