ফের বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ। এবার যোগীরাজ্যে গণধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপই নিল না পুলিশ। যার জেরে হতাশায় থানার মধ্যেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন জনৈক মহিলা। শনিবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের ১৭ই জানুয়ারি ওই মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ২ যুবকের বিরুদ্ধে। গত বছরের জুন মাসে মামলা ‘ক্লোজ’ করে দেওয়া হয়। পুলিশের দাবি, গণধর্ষণের অভিযোগ মিথ্যা। সে কারণেই মামলা ‘ক্লোজ’ করা হয়েছিল।
এরপর মামলার পুনরায় তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হন মহিলা। শনিবার থানায় গিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে দাবি, সেখানেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। তাঁর অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। যদিও এই দাবি অস্বীকার করেছে পুলিশ। এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন খেরির পুলিশ সুপার গণেশ প্রসাদ। তিনি বলেছেন, ‘‘অতীতে তদন্তের সময় মহিলার অভিযোগ অসত্য থাকায় ক্লোজ়ার রিপোর্ট দেওয়া হয়েছিল। তবে আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনার তদন্ত করতে সার্কেল অফিসারকে নির্দেশ দিয়েছি।” উল্লেখ্য, উত্তরপ্রদেশের এই লখিমপুর খেরিতেই গত বছর দুই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। এ ছাড়া অতীতে উন্নাও, হাথরসের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল দেশে। এ বার গণধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করার কারণে মহিলার আত্মহত্যার চেষ্টায় ফের সংশয়ে মুখে পড়ল সে রাজ্যের নারীসুরক্ষা ও নিরাপত্তা। প্রবল নিন্দার মুখে যোগী প্রশাসন।