শেষ লগ্নে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ, রবিবার বই-পার্বণে অন্তিম দিন। এ বছর মেলা শুরু হয়েছিল ৩০শে জানুয়ারি। করোনার কারণে ২০২১ সালে বইমেলা আয়োজন করা যায়নি। ২০২২-এর বইমেলাও হয়েছে নানান বিধিনিষেধ মেনে। এবছর সেসব ছিল না। কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন বইমেলায়। বই কিনেছেন। প্রকাশকরা বলছেন, রেকর্ড বিক্রি হয়েছে। আনন্দ আবারও অষ্টমীর লাইনকেও হার মানিয়েছে। নতুন নতুন প্রকাশনী নতুন লেখকদের নিয়ে হাজির হয়েছেন। লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন স্বমহিমায় উজ্জ্বল এবারেও। মৃণাল সেন মঞ্চ প্রতিদিনই মুখরিত হয়ে উঠেছে নবীন কবিদের কবিতায়। পট থেকে হ্যান্ডমেড জুয়েলারি, সবরকম পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। চলছে ছবি আঁকা। বিকোচ্ছে নানা ছবিও।
পাশাপাশা, তালপাতার সিপাই থেকে পরিবেশবান্ধব পেন, পশ্চিমবঙ্গ মণ্ডপ, এশিয়াটিক সোসাইটির প্রদর্শনী থেকে রাজ্য পুলিশের প্রদর্শনী; সব মিলিয়ে বইমেলা জমজমাট অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা গোটা মেলা সামলালেন পুলিশ ও ট্রাফিক। রাজ্যের পরিবহণ দফতরের বাস পরিষেবায় খুশি বইমেলায় আসা আমজনতা। আজও ভিড়ের আশঙ্কায় প্রকাশকরা। নিঃশেষিত বই নতুন করে ছাপা হয়ে আসছে একদিনের জন্যে, বাঁধাই ঘরে বিরামহীন বাঁধাইকর্মীরা। খানিক বিষাদের আবহ সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণ জুড়ে। এ যেন বই-উৎসবের বিজয়া দশমী। আবারও এক বছরের অপেক্ষায় বইপ্রেমীরা।