ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে তুরস্ক। প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। দেশের ইতিউতি ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তুপ। গত সোমবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে, তুরস্ক এবং সিরিয়া। সঙ্গে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক। যা এই শতাব্দীর বিশ্বের সপ্তম মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। ২০০৩ সালে প্রতিবেশী ইরানে ভূমিকম্পে মারা যান ৩১ হাজারের বেশি। ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুমিছিলে উঠেছে কান্নার রোল। এখনও নিখোঁজ শ’য়ে শ’য়ে মানুষ। ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদেহের সারি। তুরস্কের মালতয়াতে এমনই একটি উদ্ধার অভিযান চলাকালীন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় জনৈক ভারতীয় যুবকের মৃতদেহ। নিহতের নাম বিজয় কুমার। উত্তরাখণ্ডের বাসিন্দা তিনি। তুরস্কে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে বিজয় কুমারের মরদেহ ভারতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, ব্যবসার সূত্রে কয়েকদিন আগে তুরস্কে গিয়েছিলেন বিজয়।
পাশাপাশি, দূতাবাস সূত্রে জানা গিয়েছে যে একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে বিজয় কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পিটিআই-সূত্রে খবর, বিজয়ের পরিবার জানিয়েছে যে দূতাবাসের এক আধিকারিক তাদের জানিয়েছিলেন যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বিজয়ের মুখ চিনতে অসুবিধা হয়েছে। বিজয় কুমারকে তার হাতে তৈরি ‘ওম’ ট্যাটু দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তুরস্কের ভুমিকম্পে ২৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ৮৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পে তুরস্কে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ লাখ ভবন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারত ৯০ সদস্যের একটি মেডিক্যাল টিমের সঙ্গে এনডিআরএফ-এর একটি দল পাঠিয়েছে উদ্ধারকাজে সহায়তার জন্য।