গরুর যত্ন নিতে। এতে নাকি নিজেরও উপকার মিলবে। ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস পালন করার প্রস্তাব দিয়েও বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমতাবস্থায় গরুর যত্ন নেওয়ার উপকারিতা বোঝালেন কেন্দ্রের পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। তিনি বললেন, গরুর যত্ন নিলে গরুও মানুষের খেয়াল রাখবে।
ভগবান শ্রী কৃষ্ণের বাণী উদ্ধৃত করেই এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, শনিবার উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট উপলক্ষে দধীচি হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে দেশে পশুপালন এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে একাধিক সম্ভাবনার কথা আলোচনা করছিলেন পুরুষোত্তম রূপালা। তিনি বলেন, ‘ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। এই বাণী আজও একইভাবে প্রাসঙ্গিক।’
এখানেই থামেননি রূপালা। এরপর তিনি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের সময়কাল থেকেই দেশে গরু পালনের শ্রীবৃদ্ধি ঘটে। সেসময় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছিল এই রাজ্যেরই গোকুলের নাম। দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অত্যন্ত সম্ভাবনাময় রাজ্য হিসাবে তখন আত্মপ্রকাশ করেছিল উত্তরপ্রদেশ।