বেশ কিছুদিন ধরেই মোদী সরকারের তরফে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলে আসছেন, বিচারপতি নিয়োগের কলেজিয়াম ব্যবস্থার অবসান দরকার। শুধু তাই নয়। অর্থহীন জনস্বার্থ মামলা এবং জামিনের আবেদনও সুপ্রিম কোর্টের শোনা উচিত নয় বলেই দাবি তাঁর। যার ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রের সঙ্গে দিন দিন বিচারালয়ের বিরোধ ক্রমেই প্রসারিত হচ্ছে।
এরই মধ্যে এনার সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়ে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতI কলেজিয়ামের প্রয়োজনীয়তা বিষয়ে এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সিজিআই কলেজিয়াম ব্যবস্থার পক্ষেই সায় দিয়ে বলেন, ‘কলেজিয়াম সিস্টেম বদলের কোন দরকার নেই’।
বিচার বিভাগে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিচার বিভাগের মধ্যে সংঘাত আবহের মাঝেই কলেজিয়াম নিয়ে বড় বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অনেক প্রতিনিধি কলেজিয়াম ব্যবস্থার সমালোচনা করেছেন। একই সঙ্গে কলেজিয়ামের পক্ষে যুক্তিও দিয়েছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেকেই। এসবের মাঝেই সর্বশেষ বক্তব্য এসেছে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের কাছ থেকে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কলেজিয়াম ব্যবস্থা বদলানোর দরকার নেই। কেন্দ্রের সঙ্গে বিচারবিভাগের সংঘাতের আবহে প্রাক্তন প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ।