ভূস্বর্গে এবার সন্ধান মিলল লিথিয়াম খনির! দেশের মধ্যে এই প্রথম। বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে এই কথা জানানো হয়েছে। জম্মু-কাশ্মীরের ওই খনিতে মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম রয়েছে বলে অনুমান
বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, লিথিয়াম ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ৫টি ব্লকে রয়েছে সোনা।
বাকিগুলিতে রয়েছে পটাশ, মলিডেনাম, বেস মেটাল প্রভৃতি। জম্মু-কাশ্মীর, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, গুজরাট, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা- মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। এযাবৎকাল লিথিয়ামের জন্য বিদেশ থেকে আমদানির উপরই ভরসা করতে হত ভারতকে। এবার দেশেই সন্ধান মিলল লিথিয়াম খনির। ফলে ভারতে আগামিদিনে লিথিয়াম আরও সস্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
