বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে সুপ্রিম কোর্ট। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালতের সুপারিশেই সায় দিয়েছে কেন্দ্র। এবার আরও দু’জন বিচারপতি পেল শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকার এলাহাবাদ এবং গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি যথাক্রমে রাজেশ বিন্দাল এবং অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।
সুপ্রিম কোর্টের কলেজিয়াম এ মাসের ৬ তারিখ এই দুই বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেছিল। আগেই শপথ নিয়েছিলেন পাঁচজন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেসময় পঙ্কজ মিথাল, সঞ্জয় কারোল, পিভি সঞ্জয় কুমার, এহসানউদ্দিন আমানুল্লাহ ও মনোজ মিশ্রকে শপথ বাক্য পাঠ করান।
