পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। হাওড়ার পাঁচলায় সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯০০ টিরও বেশি সরকারি প্রকল্পের শিলন্যাগ করলেন তিনি। এক দিনে ৬ লক্ষ মানুষকে সরকারি পরিষেবা নজিরবিহীন, বলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কেন্দ্র ও আদানিকে একযোগে আক্রমণ করে বলেন, ‘আপনার টাকা আদার ব্যাপারীদের কাছে চলে যাচ্ছে’।
মমতা বলেন, বনদফতর ৩৯২ টি মোটর সাইকেল দিয়েছে। পশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। আরেকটা চিড়িয়াখানা হল। ডিয়ার পার্ক হয়েছে। হুগলিতে বলাগড়ের সবুজ দ্বীপ, দারুণ একটা জায়গা। সেখানেও আমরা ট্যুরিজম করে দিয়েছি।
পিএইচই দফতর ২০৮ টি পানীয় জল প্রকল্পের শিলন্যাস। ২৫৯১ কোটি টাকা। ৫০ লক্ষ মানুষ এর ফলে বাড়িতে জল পাবেন। গ্রামীণ এলাকাতেও বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। ফুরফুরা শরিফে ৩০ বেডের হাসপাতাল ছিল। ১০০ বেডের হাসপাতালের শিলন্যাস হল আজ। সাগর হাসপাতালে ক্যানসার ইউনিট চালু হল। হুগলির ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ক্রিটিক্যাল ইউনিটের শিলন্যাস।
হাওড়া জেলায় ৫৯টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে ৫২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। কেবল হাওড়া জেলাতেই ৬ লক্ষ মানুষের মধ্যে ১ লক্ষ ৬৬ হাজার মানুষ পরিষেবা পেয়েছেন আজ।