পরিবহণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রেন পরিষেবা। রেলের ওপর ভরসা করে চলতে হয় বহু মানুষকেই। কিন্তু সেই রেলের সিদ্ধান্তেই এবার ফের দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। ওভার ব্রিজ ভাঙার কাজের জন্য গত শনি ও রবিবার হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ট্রেন চলাচল কার্যত স্তব্ধ ছিল। কিন্তু সপ্তাহের শেষ ও ছুটির দিনে দুর্ভোগ ততটা হয়নি। আজ, বৃহস্পতিবার যে পরিমাণ ট্রেন বাতিল করেছে পূর্ব রেল তাতে কাজের দিনে সকাল থেকেই চরমে যাত্রী দুর্ভোগ।
এদিন হাওড়া-বর্ধমান মেইন লাইনে ১৪ জোড়া ও কর্ড শাখায় ১৭ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৪১ জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল আজ। তবে রাজধানী, বন্দে ভারত চলবে। কর্ড শাখায় আপ ও ডাউন মিলিয়ে ১০ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত। মেইন লাইনে ১১ জোড়া লোকাল চালানো হবে শক্তিগড় পর্যন্ত।
উল্লেখ্য, কয়েক মাস আগেই ব্যান্ডেলের ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজের জন্য দফায় দফায় দুর্ভোগে পড়তে হয়েছিল যাত্রীদের। এবার বর্ধমানের ফ্লাইওভার ভাঙার কাজের জন্য এই নিয়ে তৃতীয় দিন স্তব্ধ হল পরিষেবা। যার ফলে সকাল থেকেই দেখা যাচ্ছে লোকাল ট্রেনে অতিরিক্ত ভিড়। বর্ধমানের বহু লোক বাসে পান্ডুয়া বা মেমারিতে এসে ট্রেন ধরছেন। ব্যান্ডেল লোকালগুলিতেও বাদুড়ঝোলা অবস্থা দেখা যাচ্ছে। সপ্তাহের মাঝে কাজের দিনে এইভাবে ট্রেন চলাচল বন্ধ রাখায় ক্ষুব্ধ যাত্রীরা।