‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। ছবিটিকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি। প্রথমে ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তারপর প্রতিবাদে রাস্তায় নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। তবে এত কিছুর পরেও আটকানো যায়নি পাঠান-এর মুক্তি। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। এবার পাঠান-এর ভূয়সী প্রশংসা শোনা গেল তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের মুখে। রাজ্যসভায় তিনি এই ছবির প্রশংসা করে বলেন, শাহরুখের সদ্য মুক্তি পাওয়া ছবি পাঠানে খুব সুন্দর একটা বার্তা দেওয়া হয়েছে।
রাজ্য সভায় রাষ্ট্রপতির উদ্যোগে করে যে ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান চলছিল সেখানেই অংশ নিয়েছিলেন ডেরেক। এই অনুষ্ঠানেই তিনি গোটা পাঠান ছবির কলাকুশলীদের, টিমকে শুভেচ্ছা জানান। বলেন, ‘খুব ভাল কাজ হয়েছে সিদ্ধার্থ আনন্দ। আমরা যেটা বাস্তবে করে দেখাতে পারিনি, বোঝাতে পারিনি সেটা এই ছবিতে শাহরুখ খান, জন আব্রাহামরা করে দেখিয়ে দিয়েছেন। আমরা ওঁদের থেকে শিখলাম। ভারতের সেরা গ্লোবাল অ্যাম্বাসেডরকে ঘাঁটাতে যাবেন না। আপনারা দর্শককে বলিউড বয়কট করতে বললেন, আর উত্তরে ওরা এমন দারুণ মেসেজ যুক্ত ছবি দেখিয়ে দিল।’ ডেরেক যে তাঁর বক্তব্যের মাধ্যমে আদতে গেরুয়া শিবিরকেই ঠুকলেন সেটা স্পষ্ট।
