অতিসম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। ইতিউতি ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তুপ। এবার সেই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হল সে দেশের এক গোলকিপারের মৃতদেহ। গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ এবং উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছিল। শেষ পর্যন্ত ধ্বসংস্তূপের নীচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর ক্লাবের তরফে টুইটারে মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। তুরস্কের ওই গোলকিপারের নাম আহমেত এয়ুপ তুর্কসালান। তিনি খেলতেন ইয়েনি মালাতিয়াস্পরে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতের দিকে তাঁর ক্লাবের তরফে লেখা হয়েছে, “ভূমিকম্পের জেরে আমাদের গোলকিপার আহমেত এয়ুপ তুর্কসালান প্রাণ হারিয়েছেন। আমরা ওঁকে কোনও দিন ভুলব না।” গোটা ফুটবলজীবনই তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন তুর্কসালান। বুগসাস্পর, ওসমানলিস্পর, উমরানিয়েস্পরে খেলার পর ইয়েনি মায়াতিয়াস্পরে যোগ দেন। তাঁর স্ত্রী কুবরাকে আগেই উদ্ধার করা হয়েছিল। কিন্তু তুর্কসালানকে বাঁচানো যায়নি। ভূমিকম্পের জেরে আপাতত তুরস্কের সব ফুটবল ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
