উত্তর-পূর্বের বিজেপি জোটের ক্ষমতাসীন রাজ্যে নির্বাচনী লড়াইয়ে নামার পরই আঘাত তৃণমূলের উপর। মঙ্গলবার রাতে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী-সহ কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল সরকারের শরিকদল ন্যাশনাল পিপলস পার্টির বিরুদ্ধে। আক্রান্ত ফুলবাড়ির তৃণমূল প্রার্থী এসজি এসমাতুর মোমিনিন। এনপিপি-র কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ। পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রের চারবাতাপাড়ায় এক জনসভার আয়োজন করেছিল তৃণমূল। প্রার্থী এসমাতুর মোমিনিনের প্রচারে সেই সভা ছিল। কিন্তু অভিযোগ, রাতের বেলা দুষ্কৃতীরা সেখানে গিয়ে সভাস্থলে হামলা চালায়। ভাঙচুর করা হয় মঞ্চ। সেসময় তৃণমূলের যে কর্মী, সমর্থকরা চারবাতাপাড়ায় উপস্থিত ছিলেন, তাঁরা রুখে দাঁড়ান। দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ৫৯ বছরের তৃণমূল কর্মী নজরুল হকের মাথা-মুখ ফেটে রক্ত বেরতে থাকে। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।
আক্রান্ত হয়েছেন প্রার্থী এসমাতুর মোমিনিন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও অনেকেই। তাঁদের প্রত্যেককে দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রার্থী নিজে। তাঁর স্পষ্ট অভিযোগ, তৃণমূল সেখানে নির্বাচনী লড়াইয়ে নামতেই সজাগ এনপিপি। লড়াইয়ের রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়ার উদ্দেশে তৃণমূলের উপর এই হামলা। সভা বানচালের চেষ্টা। এ বিষয়ে অবশ্য এনপিপি-র এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।