জগদীপ ধনকর বাংলার রাজ্যপাল থাকাকালীন বারংবার নবান্নের সঙ্গে সংঘাতে জড়িয়েছিল রাজভবন। রাজ্যের সঙ্গে সুসম্পর্ক তৈরির বদলে সরকারকে নিত্যদিন আক্রমণের পথেই হাঁটতেন তিনি। তবে তা এখন অতীত। গত নভেম্বরেই বাংলার রাজ্যপাল হিসাবে শপথ নিয়ে রাজভবনে আসা ইস্তক রাজ্য প্রশাসনের সঙ্গে সুসম্পর্কেরই ইঙ্গিত দিয়েছেন সিভি আনন্দ বোস। এবার বিধানসভার বাজেট অধিবেশনেও তিনি যে ভাষণ পাঠ করেছেন তাতে বহুল ব্যবহৃত ‘আমার সরকার’ শব্দ যুগলের সঙ্গেই অন্তত দু’ জায়গায় ‘আমার মুখ্যমন্ত্রী’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করলেন রাজ্যপাল।
ভাষণের ৩১ নম্বর অনুচ্ছেদে রাজ্যপাল বলেছেন, ‘মাননীয় সদস্যগণ, আমার মুখ্যমন্ত্রীর একনিষ্ঠ প্রচেষ্টার ফলে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ২০২১ সালের মানবসমাজের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য-র তালিকাভুক্ত হয়েছে।’ স্বাস্থ্য ক্ষেত্রের উল্লেখ করতে গিয়েও রাজ্যপাল ‘আমার মুখ্যমন্ত্রী’ শব্দ দুটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ‘আমার মুখ্যমন্ত্রীর নিরন্তর নজরদারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করা গেছে।’ কৃষির প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, ‘আমাদের মুখ্যমন্ত্রীর দূরদর্শী চিন্তাধারার ফলস্বরূপ রাজ্য বিগত এগারো বছরে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।
