মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ক্রমশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারতের অর্থনীতি। যার জেরে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। এবার ফের গ্রামীণ অর্থনীতিতে আঘাত হানল কেন্দ্র। বাজেটে ১০০ দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে।
প্রসঙ্গত, গ্রামাঞ্চলে একশো দিনের কাজের চাহিদা থাকলেও কমানো হল বরাদ্দ। বিগত চার বছরের মধ্যে বরাদ্দ সর্বনিম্ন। এই নিয়ে টানা দু-বার একশো দিনের কাজে বরাদ্দ কমালো মোদী সরকার। এবারের বাজেটে একশো দিনের প্রকল্পে পিএম কিষান, মিড ডে মিল ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ কমেছে। ইতিমধ্যেই এ নিয়ে তুঙ্গে বিতর্ক। সরব হয়েছে বিরোধীরাও।