বিজেপির নেতা-মন্ত্রীদের গোমাতা ভক্তির কথা সর্বজনবিদিত। এর আগে বিজেপি শাসিত রাজ্যে তাদের জন্য সেস পর্যন্ত নেওয়া হয়েছে আমজনতার কাছ থেকে। আর এবার সে সবকিছুকে ছাপিয়ে মোদী সরকারের আবেদন, ভ্যালেন্টাইন্স ডে তথা ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করুন!
কেন্দ্রের পশু কল্যাণ বোর্ড একটি বিবৃতিতে বলেছে, পশ্চিমের সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। পাশ্চাত্যের চাকচিক্যের কারণে আমরা আমাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছি। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
পশু কল্যাণ বোর্ডের মতে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাই কেউ গরুকে জড়িয়ে ধরলে আবেগ ও আনন্দে সম্পৃক্ত হতে পারে। তাই যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি এই গবাদি পশুকে আলিঙ্গন করে জীবন আরও সুখের করে। ওই দিন ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ হিসাবে পালিত হবে। স্বাভাবিকভাবেই এ নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। আগামী দু’দিন বহু টিপ্পনির ঝড় চলবে বলেই মনে করা হচ্ছে।