খারিজ হয়ে গেল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির অন্তর্বর্তী জামিনের আবেদন। আজ এমনই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কশাল আদালত। অতএব, আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত জেলেই থাকবেন তিনি। এদিন নওশাদের আইনজীবী আদালতে জামিনের পক্ষে সওয়াল করে বলেন, নওশাদ একজন বিধায়ক। তাঁকে জেরে রাখলে বহু মানুষের স্বর বিধানসভায় ধ্বনিত হবে না। তার ওপরে বুধবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। ফলে নওশাদকে জামিন দেওয়া হোক। পাল্টা সরকারি আইনজীবী বলেন, নওশাদ আইনপ্রণেতা হয়ে আইন ভেঙেছেন। এটা গর্হিত কাজ। কোনও মানুষের পদাধিকারের বিচারে বাড়তি সুবিধা দেওয়ার কোনও সুযোগ ভারতীয় সংবিধান দেয় না। ফলে খারিজ করা হোক নওশাদের জামিনের আর্জি।
এরপর দুপক্ষের সওয়াল শুনে বিচারক বলেন, নওসাদ বিধায়ক বলে তাঁকে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব নয়। এর পর নওসাদকে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। গত ২১শে জানুয়ারি কলকাতার ধর্মতলায় আইএসএফ পুলিশ সংঘর্ষের পর গ্রেফতার হন ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি। প্রথমে তাঁকে হেফাজতে নেয় হেয়ার স্ট্রিট থানা। তার পর তাঁকে হেফাজতে নেয় লেদার কমপ্লেক্স থানা। নওসাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোসহ একাধিক গুরুতর ধারায় মামলা করেছে কলকাতা পুলিশ।