ফের পদ্মশিবিরকে অস্বস্তিতে ফেললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সম্প্রতি আদানি-গোষ্ঠীর আর্থিক বিপর্যয়ের প্রসঙ্গে এবার বিজেপির মাথাব্যথা বাড়ালেন তিনি। স্বামী বলেছেন, “স্বচ্ছ্বতার স্বার্থে আদানিদের সব সম্পত্তি সরকারের অধিগ্রহণ করা উচিত। তারপর সেটা নিলামে তুলে বেচে দিক মোদী সরকার।” মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি-গোষ্ঠীর সব সংস্থার শেয়ারেরই টালমাটাল পরিস্থিতি। আদানিদের সর্ববৃহৎ সংস্থা আদানি এন্টারপ্রাইজ তো বটেই, সেই সঙ্গে বাকিগুলির অবস্থাও করুণ। সংকট এমন জায়গায় পৌঁছেছে, যে একসময়ের বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি আদানি এখন ধনীদের তালিকায় প্রথম কুড়িজনের মধ্যেও নেই। আদানিদের এই ধসে কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরাও। সংসদে বিরোধীদের অভিযোগ, মোদী সরকারের মদতে অবৈধভাবে রাতারাতি ফুলে ফেঁপে উঠেছিল আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের রিপোর্ট সেই বেলুন ফাটিয়ে দিয়েছে। যৌথ সংসদীয় কমিটি গড়ে এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলেও দাবি বিরোধীদের।
উল্লেখ্য, আদানি-ইস্যুতে মঙ্গলবার সংসদে রীতিমতো ঝড় তোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একের পর এক প্রশ্নবাণে মোদীকে বেকায়দায় ফেলেন রাহুল। একপ্রকার কৈফিয়তের সুরে রাহুল জানতে চান, প্রধানমন্ত্রীর সফরের পরই কেন আদানি সব দেশে গিয়ে ব্যবসার বরাত পান? বস্তুত আদানি ইস্যুতে কিছুটা হলেও বিপাকে মোদী সরকার। এমতাবস্থায় সুব্রহ্মণ্যম স্বামী বলছেন, বিজেপির উচিত আদানিদের সব সম্পত্তি অধিগ্রহণ করা। নিলামে সেই সব সম্পত্তি বেচে দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের হাতে তুলে দেওয়া। এই ইস্যুতে আরও স্বচ্ছতা প্রয়োজন বলেই জানিয়েছেন প্রবীণ বিজেপি সাংসদ।