বাংলাজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন জনমুখী ও জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ‘দুয়ারে সরকার’। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে এই কর্মসূচী। হাওড়ার পাঁচলায় এর উদ্বোধন করবেন স্বয়ং মমতা। উক্ত শিবির থেকে ওবিসি পড়ুয়াদের হাতে ‘মেধাশ্রী বৃত্তি’ তুলে দিতে পারেন তিনি, এমনই জানিয়েছেন জনৈক আধিকারিক। এজন্য আবেদনের পর আটকে থাকা শংসাপত্রগুলি দ্রুত দিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। গত মাসে মালদায় এক সভা থেকে ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী বৃত্তি’ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাঁচলার দুয়ারে সরকার ক্যাম্প থেকে পড়ুয়াদের হাতে তা তুলে দিতে পারেন তিনি।
পাশাপাশি, ৯ই ফেব্রুয়ারির শিবির থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ‘স্বাস্থ্যসাথী কার্ড’ বিতরণ করা হবে। এ ছাড়া এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সব অভিযোগ রয়েছে তার নিস্পত্তি করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রের প্রশংসা কুড়িয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। প্রযুক্তি মন্ত্রকের প্লাটিনাম পুরস্কার পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে থেকে এই পুরস্কার নিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখনও পর্যন্ত এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার ৬ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষ।