দুরন্ত ছন্দে রয়েছেন শুভমন গিল। কিউয়িদের বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে তাঁর ব্যাটিং-শৌর্যে বিমোহিত আসমুদ্রহিমাচল। শুভমনের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তামাম ক্রিকেটমহল। এবার এই তরুণ ওপেনারকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে অভিহিত করলেন বিরাট কোহলি। তাঁর মতে, আগামী দিনে ভারতীয় ক্রিকেটের সেরা তারকা হয়ে উঠবেন পঞ্জাবতনয় শুভমনই। আহমেদাবাদে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে ৬৩ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শুভমন। গত কয়েক মাসে সব ধরনের ক্রিকেটে জাতীয় দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই ডানহাতি ব্যাটার। আহমেদাবাদের ইনিংসের পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমনের সঙ্গে একটি ছবি দিয়েছেন বিরাট। ‘‘সেরা তারকা। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ’’, ক্যাপশনে এমনই লিখেছেন তিনি।
উল্লেখ্য, আহমেদাবাদে শুভমনের করা ১২৬ রান টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনও ভারতীয় ব্যাটারের করা সর্বাধিক স্কোর। কিছু দিন আগে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি শতরান করেছিলেন। ৬১ বলে ১২২ রান করেছিলেন তিনি। সেই রান টপকে গেলেন শুভমন। পাশাপাশি, কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরানের নজির গড়লেন তিনি। ভাঙলেন সুরেশ রায়নার রেকর্ড। ২৩ বছর ১৪৬ দিনে শতরান করলেন শুভমন। তাঁর থেকে মাত্র ১০ দিন বেশি বয়সে শতরান করেছিলেন সুরেশ।