ফের ভোগান্তির কবলে পড়েছে মধ্যবিত্ত শ্রেণী। মোদী জমানায় দেশবাসীকে ক্রমশ বিপাকে ফেলেছে মূল্যবৃদ্ধির। বেড়ে চলেছে সোনার দামও। কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৩,৬১০ টাকা রয়েছে। আগের দিনের থেকে কলকাতায় ৬০০ টাকা বেড়েছে সোনার দাম। দেশের রাজধানী শহর নয়াদিল্লীতে আজকে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রাম ৫৩,৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দামে দেশের প্রধান শহরগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী। বাণিজ্যনগরী মুম্বইতে সোনার দাম কলকাতার সমান থাকল।
পাশাপাশি দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর প্রধান শহর চেন্নাই। দেশের মূল চারটি শহরের মধ্যে সবথেকে বেশি সোনার দাম থাকল চেন্নাইতে। এখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৫,০৬০ টাকা। আজ দেশের প্রধান চারটি শহরে রুপোর দাম বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বেশির ভাগ মেট্রোশহরে ১০০০ থেকে ২০০০ টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। আজ মহাননগর কলকাতায় রুপোর দাম থাকল প্রতি কেজিতে ৭৪,৭০০ টাকা। প্রতি কেজিতে রুপোর দাম ৭৪,৭০০ টাকা থাকল দিল্লীতে। দিল্লী ও কলকাতার মত মুম্বইতেও ১ কিলো রুপোর দাম থাকল ৭৪,৭০০ টাকা।
উল্লেখ্য, সোনার মত রুপোর দামের ক্ষেত্রেও এগিয়ে থাকল চেন্নাই। এখানে প্রতি কেজি রুপোর দাম ৭৭,৮০০ টাকা। ভারতে সোনার দাম অনেক কিছুর ওপর নির্ভর করে ঠিক করা হয়। দেশীয় টাকা ও ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা এবং দেশের অভ্যন্তরে থাকা সোনার বাজার দেখে ঠিক করা হয় সোনার দাম। এছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় সোনার দামও ভিন্ন হয়ে থাকে। একই ভাবে দেশের রুপোর বাজারদরও নির্ভর করে এই সকল বিষয়র উপর এবং এর ভিত্তিতেই নির্ধারণ করা হয় রূপোর দাম।