এর আগে সিএএ-বিরোধী মঞ্চ থেকে ‘ক্যা-ক্যা-ছি-ছি’ স্লোগান তুলে তোলপাড় ফেলে দিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। এবার মালদার প্রশাসনিক সভা থেকে ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মতুয়াদের জন্য আমরা সবটা করেছি। আর বিজেপি ভোট এলে হঠাৎ করে গিয়ে একটু ভাত খেয়ে বলবে, আমরা মতুয়ার বন্ধু হয়ে গেলাম।’
একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘ক্যা ক্যা করে চিৎকার করে। ক্যা ক্যা করার জন্য কাক আছে। তুমি কেন ক্যা ক্যা করছো?’ শুধু তাই নয়। অতীতে যে তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য অনেক কাজ করেছেন, সেই কথাও এদিন তুলে ধরেন মমতা। বলেন, ‘যতদিন বড়মা বেঁচে ছিলেন, তাঁর চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছিলাম। আর কেউ দেখেনি।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
