গত দু’বছরের তুলনায় আগামী অর্থবর্ষে স্লথ হচ্ছে দেশের আর্থিক বৃদ্ধি। এমনটাই ইঙ্গিত মিলল আর্থিক সমীক্ষায়। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের আগে মঙ্গলবার সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে। যাতে বলা হচ্ছে, কোভিড পরবর্তী পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে বিশ্বব্যাপী মন্দার যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটা ভারতকে স্পর্শ করতে পারবে না। তবে হ্যাঁ, সব চ্যালেঞ্জ সামলে ভারতের আর্থিক বৃদ্ধি কিছুটা হলেও স্লথ হবে।
আর্থিক সমীক্ষায় দাবি করা হয়েছে, আগামী অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। রিজার্ভ ব্যাংকের আগামী জিডিপির পূর্বাভাসও সেকথাই বলছে। রিজার্ভ ব্যাঙ্কের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশ থেকে ৬.৫ শতাংশ। যা চলতি বছরের তুলনায় নিম্নমুখী। চলতি বছর ৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে ভারতের জিডিপি। বস্তুত ২০২০-২১ অর্থবর্ষে কোভিডে দেশের অর্থনীতিতে যে মারাত্মক প্রভাব ফেলেছিল, সেই বছরের পর এটাই সর্বনিম্ন বৃদ্ধির পূর্বাভাস। ২০২১-২২ অর্থবর্ষেও দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।
এদিন রিজার্ভ ব্যাংক আরও একটি উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক বলছে আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়াতে পারে ৬.৮ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার থেকে বেশি এই হার। তবে, আর্থিক সমীক্ষায় আবার বলা হয়েছে সরকার এবং রিজার্ভ ব্যাংকের যৌথ উদ্যোগে এই মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে চলে আসবে। আর্থিক সমীক্ষায় আরও দাবি করা হয়েছে, অমৃতকালে প্রবেশ করার আগে আমাদের অর্থনীতির সবকটা প্যারামিটার যথেষ্ট শক্তিশালী জায়গায়।