বঙ্গের রফতানি ২০২১-২২-এ প্রায় ৫৫% বেড়েছে। কোভিড পরবর্তী এই সময়টাতেই ধীরে-ধীরে চাঙ্গা হচ্ছিল বিশ্ব। আর তার ভরপুর ফায়দা তুলেছেন রাজ্যের ব্যবসায়ীরা। বিপুল হারে বেড়েছে রফতানি। এমনই পরিসংখ্যান তুলে ধরলেন রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শশী পাঁজা। বুধবার বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো-তে যোগ দেন তিনি। সেখানেই এই তথ্য দেন।
শশী পাঁজা বলেন, ‘২০২১-২২ সালে পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১৩.৯ বিলিয়ন মার্কিন ডলার অঙ্কের রফতানি করা হয়েছে। এটি আগের বছরের তুলনায় ৫৫% বেশি। বিশ্ব জুড়ে একটি মন্দা ও অস্থিরতার পরিবেশ রয়েছে। আমার দফতর এবং রাজ্য সরকার রফতানিকারকদের যতটা সম্ভব সহায়তা করছে।
উল্লেখ্য, এর আগের বছর ২০২০-২১ সাল করোনা মহামারীর বছর ছিল। ফলে সেই সময়ে রফতানি তলানিতে ঠেকেছিল। তাই করোনার আগের বছর, ২০১৯-২০-র সঙ্গে এই তুলনা করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হল, দেশের সামগ্রিক রফতানি বৃদ্ধির গড়ের তুলনায় এগিয়ে ৮টি রাজ্য। তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। এই সময় পর্বে জাতীয় স্তরে হার ছিল ৩৪.৬% । অন্যদিকে দিল্লি এবং বামশাসিত কেরলে রফতানি যথাক্রমে ২০% ও ৫৬% হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যানই দিচ্ছে এই তথ্য।