শেষ লগ্নে দাঁড়িয়ে জানুয়ারি। তবে সেভাবে ফেরেনি শীতের আমেজ। লেগেই রয়েছে পারদের উত্থান-পতন। কখনও তাপমাত্রা বাড়ছে, কখনও আবার এক ধাক্কায় কমে যাচ্ছে দুই থেকে তিন ডিগ্রি। মঙ্গলবারও তা ধরা পড়ল ফের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সোমবারের তুলনায় এই তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা এক লাফে বেড়ে গিয়েছে ৩ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবারের তাপমাত্রাও ১৮ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ সারা দিন আকাশ মূলত মেঘমুক্তই থাকবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশার আবরণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা মিলিয়ে যাবে। বর্তমানে প্রায় প্রতি দিনই তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে বেশি। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার পশ্চিম দিকে উত্তরপ্রদেশের কাছে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালেও শীতের আমেজ না মেলার পিছনে দায়ী এই ঝঞ্ঝাই। পশ্চিমী ঝঞ্ঝায় ব্যাহত হচ্ছে উত্তুরে হাওয়া। তবে আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে আবহাওয়ার খানিক পরিবর্তন হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে শুরু করবে ধীরে ধীরে। ফলে আগামী কয়েক দিন শীতের আমেজ ফেরার মৃদু ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
