মালদায় প্রশাসনিক বৈঠকে এসে বাস দুর্ঘটনায় মৃত দুই মহিলার পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী হাঁসদা ও নিয়তি সরকারে নামে মৃত দুই মহিলার পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে একটি করে সরকারি চাকরি ও দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘বিপর্যয়ের ক্ষেত্রে আমাদের এই ব্যবস্থা রয়েছে। তাছাড়া আমাদের মন্ত্রীরা বছরে তিনজন করে চাকরি দিতে পারেন। বগটুইয়ের চাকরিও এভাবেই করে দেওয়া। আমি আমার নিজের কোটা থেকে করে দিই।’
এর পাশাপাশি মিজোরামে কাজ করতে যাওয়া মৃত তিন শ্রমিকের পরিবারের জন্যও দুই লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, দ্রুত একটি সিস্টেম করে দেওয়া হবে। যাঁরা বাইরে কাজ করতে যাবেন, তাঁরা যেন নিজেদের নাম ঠিকানা সেই সিস্টেমে নথিভুক্ত করে রেখে যান, সেই অনুরোধ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে যা কাজ আছে, পরিবার-পরিজন ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কাজ করার দরকার পড়ে না। একশো দিনের কাজের ক্ষেত্রে যাঁরা কাজ শেষ করেছিলেন, কেন্দ্রীয় সরকার ৭ হাজার কোটি টাকা তাঁদের দেয়নি। এই বছরও একশো দিনের কাজের একটি কোটাও দেয়নি বাংলাকে। জানুয়ারি মাস শেষ হয়ে গেল। মার্চ মাস পর্যন্ত অর্থ বর্ষ। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকারের টিম পাঠিয়ে অশ্বডিম্ব প্রসব করা হচ্ছে। উন্নাওতে ঘটনা ঘটলে কটা টিম যায়? উত্তর প্রদেশে, গুজরাটে কোনও ঘটনা ঘটলে কটা টিম যায়?’, প্রশ্ন মমতার। এরপরই তিনি বলেন, ‘মাথায় উকুন হলে উকুন মেরে দিতে হয়। বাড়িতে যদি ছাড়পোকা থাকে, সেটিকে মেরে দিতে হয়। কিন্তু আমরা এখানে মানুষ মৃত্যুর কথা বলছি। আমরা বলছি, যাঁরা মিথ্যা কথা বলছেন, তাঁরা দেখে যান।’