আমরা যদি চোর হই তোরা ডাকাত! মঙ্গলবার মালদহের গাজলের সভা থেকে নাম না করে এই ভাষাতেই শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, ‘আমি একদিকে খুশি। কয়েকটা ডাকাত, গদ্দার বেরিয়ে গেছে। এরাই এসব করেছিল।’ এরপরেই পুরুলিয়া প্রসঙ্গ টানেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘একবার দেখলাম পুরুলিয়ার কোটাই কেটে দিয়েছিল। মাননীয় আদালতকে দুপায়ে প্রণাম করে বলব একবার খোঁজ নিয়ে দেখুন। কার পকেটে ঢুকেছে।’ এদিন সরাসরি শুভেন্দুর নাম করেননি মুখ্যমন্ত্রী। তবে অনেকের মতে, নাম না করলেও নিশানা কার দিকে তা বুঝতে অসুবিধা হয়নি।
প্রসঙ্গত, শুভেন্দু তৃণমূলে থাকাকালীন পুরুলিয়া জেলার সাংগঠনিক পর্যবেক্ষক ছিলেন। দলের দায়িত্বে থাকলেও ওই জেলার প্রশাসনও যে তাঁর কথায় অনেকটা নিয়ন্ত্রিত হতো তাও মানেন অনেকে। রাজনৈতিক মহলের অনেকের মতে, এদিন হয়তো সেটাই ইঙ্গিত করতে চেয়েছেন মমতা।