আজ, মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এরপর আগামীকাল বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করবেন। স্বাভাবিক ভাবেই তা নিয়ে তুঙ্গে আগ্রহ। জিএসটি চালু হওয়ার পর পণ্যের ওপর করের হ্রাস-বৃদ্ধির বিষয়টি অনেকটাই লঘু হয়ে গিয়েছে। বিভিন্ন সময়ে জিএসটি কাউন্সিল এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে বাজেটে সরকার জিএসটির হারের অদলবদলের প্রস্তাব পেশ করতেই পারে।
যদিও এবার সবচেয়ে কৌতূহল হল চাকরিজীবী এবং ব্যক্তিগত আয়করদাতাদের আয়করের কাঠামোর কোনও পরিবর্তন করা হয় কি না, তা নিয়ে। বহু বছর মূল কর কাঠামোর কোনও পরিবর্তন হয়নি। বাড়েনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাত্রা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবারই শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সরকার। অনেকেই আশাবাদী মধ্যবিত্তদের খুশি করতে এবার আয়কর কাঠামো অনেক জনমুখী করবে মোদী সরকার।
সোমবার রুটিন সর্বদলীয় বৈঠকে একাধিক বিরোধী দল গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে ওঠা শেয়ার মূল্য জালিয়াতির অভিযোগের বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি নথিভুক্ত করেছে। সরকারের তরফে বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও। বিবিসির তথ্যচিত্র নিয়ে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কেও আলোচনা চেয়েছে কয়েকটি দল। সরকারের তরফে সংসদীয় মন্ত্রী আশ্বাস দেন, সংসদের বিধি মেনে আলোচনার বিষয় স্থির করা হবে।
বিজেপির একাংশের আশঙ্কা, ময়দানে বিরোধীদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও সংসদে সরকারের বিরুদ্ধে তারা জোট বাঁধবে। বিবিসির তথ্যচিত্র এবং আদানিদের বিরুদ্ধে অভিযোগ, দুটি ব্যাপারেই বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করার চেষ্টা চালাবে। গুজরাত দাঙ্গার সঙ্গে রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদীর নাম জুড়ে আছে। আবার আদানিও ব্যক্তি নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ। এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলে সহায়ক হতে পারে নির্মলার বাজেট ঘোষণা।