মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সোমবার থেকে শুরু হল ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এদিন বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা বইমেলা মানুষের হৃদয় স্পর্শ করেছে। তাঁর দাবি, জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত বড় অনুষ্ঠানে, এত মানুষ আসে, স্টেজ যদি ঠিকঠাক না হয়, তাহলে গুঁতোগুতি হওয়ার সম্ভাবনা থাকে।
গত দুবছর কোভিড ছিল, তা সত্ত্বেও গত বছর ২৪ কোটি টাকার ব্যবসা হয়েছিল। প্রায় ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। এবার তো আর তাহলে কথাই নেই। উন্মুক্ত ময়দানে মুক্ত মানুষ আসবেন। মমতার কথায়, ‘সারা পৃথিবী আজ বিশ্ব বাংলায় এসে মিলিত হয়েছে।’
