২০২১ সালে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অমর্ত্য সেনের পরিবারের বিরুদ্ধে ক্যাম্পাসের জমি অবৈধভাবে দখলে রাখার অভিযোগ তুলেছিলেন। সে সময় অমর্ত্য সেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যে জমির প্লটটি দীর্ঘমেয়াদী লিজে রয়েছে। কিন্তু ফের বিশ্বভারতী কর্তৃপক্ষ নোবেলজয়ী অর্থনীতিবিদকে শান্তিনিকেতনে একটি জমির প্লটের কিছু অংশ তাদের হাতে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, বিশিষ্ট অর্থনীতিবিদের বাসভবন এমন একটি এলাকায় নির্মিত হয়েছে, যেখানে অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি জোর করে অধিগ্রহণ করেছেন তিনি। এ নিয়ে এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়ি ‘প্রতীচী’তে যান মমতা। সেখানে অমর্ত্যের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিক বৈঠকে মমতা হুঁশিয়ারির সুরে বলেন, ‘অমর্ত্যদাকে বিজেপি যেন অপমানের চেষ্টা না করেন।’ বিজেপি এবং বিশ্বভারতীকে বার্তা দিয়ে মমতা বলেছেন, ‘কোর্ট কাছারি করে সব হবে না। জনতার আদালতও রয়েছে। এটা মনে রাখতে হবে। কেন্দ্রীয় শিক্ষা দফতর আশা করি এ ভাবে যথেচ্ছচারিতার খোঁজ নিয়ে দেখবে। বিজেপি করলে সাত খুন মাফ হতে পারে না। আমি ছোট্ট একটা ছক্কা মেরে গেলাম।’
