প্রতি বছরের মতো এবারও পাবলিশার্স ও বুকসেলার গিল্ড কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজন করেছে। আজ, সোমবার তারই শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের বইমেলার মুখ্য থিম স্পেন। তাই সে দেশের অনেক লেখক উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
জানা গিয়েছে, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ এবং স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মারিয়া হোসে গালভেজ সালভাডর উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও দেখা যাবে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে। উদ্বোধনী মঞ্চে তাঁকে বিশেষ সম্মানও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এ ছাড়াও সমাজের অনেক কৃতি মানুষ উপস্থিত থাকবেন বইমেলার উদ্বোধনে। গত কয়েক বছরের মতো এ বারেও বইমেলা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সোমবার উদ্বোধনের পর ৩১ ডিসেম্বর, মঙ্গলবার থেকে বই মেলা খুলে যাবে সকলের জন্য। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে মেলা। বইমেলার সময় পরিষেবা বাড়াবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর সংখ্যা বইমেলার কয়েক দিনের জন্য বাড়ানো হবে।