আর বেশি দেরি নেই। কিছুদিন পরেই বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচন। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। সোমবার বীরভূমে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটযুদ্ধকে পাখির চোখ করে বোলপুরে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি। স্পষ্ট জানালেন, অনুব্রত মণ্ডল না থাকায় সমস্যার কিছু নেই। দায়িত্ব বাড়ালেন শতাব্দী রায়, কাজল শেখদের। আজ বোলপুরে পৌঁছেই প্রথমে সোনাঝুরি হাটে যান মমতা। সেখান থেকে হাজির হন অমর্ত্য সেনের বাসভবন ‘প্রতীচী’তে। এরপর দুবরাজপুরে বৈঠক করলেন তিনি। সেখানে সাংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি-সহ মোট ৭০ জন ছিলেন বলেই জানিয়েছে সূত্র।
বোলপুরে নির্বাচনের রণকৌশল কী হবে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। দলনেত্রী সাফ জানিয়েছেন, আপাতত বীরভূমের সংগঠন তিনি নিজেই দেখবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন কোর কমিটিতে ছিলেন চারজন সদস্য। সোমবার বিকেলে বৈঠকে কোর কমিটিতে যুক্ত করা হল আরও তিনজনকে। তাঁরা হলেন, সাংসদ শতাব্দী রায়, কাজল শেখ ও অসিত মাল।