শুরু হয়ে গেল বই-উৎসব। সোমবার ৪৬তম কলকাতা আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উদ্বোধনী মঞ্চ থেকে মমতা জানালেন, এবারের বইমেলায় প্রকাশিত হতে চলেছে তাঁর ছ’টি নতুন বই। এদিন জনৈক আধিকারিককে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, “এখনও পর্যন্ত ক’টি বই বেরিয়েছে? ১২৬টি?” তখন ওই আধিকারিক বলেন, “১২৮টি।” মুখ্যমন্ত্রী জানান, “তার মানে ১২৮টির সঙ্গে এবারের আরও ছ’টি।” অর্থাৎ মোট ১৩৪টি বই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও জানিয়েছেন, বর্তমানে চলছে আরও চার-পাঁচটি বইয়ের কাজ। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রীর লেখা একটি কবিতার লাইন উল্লেখ করে কটাক্ষ করেছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী কারও নাম না করে বলেন, “আমার সবটাই কুৎসার আঙিনায় আর অপপ্রচারের আলিঙ্গনে। যাই হোক, আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই।”
পাশাপাশি, মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজনীতির লোকরা কি বই লিখতে পারেন না? রাজনীতি তো সমাজের জন্য। রামমোহন রায় কে ছিলেন। সেই সময়ে রাজনৈতিক দল ছিল না। কিন্তু তিনি ছিলেন সমাজসংস্কারক। বিদ্যাসাগরের বর্ণপরিচয় আজও আমরা বুকে নিয়ে ঘুরি।’ এদিন লিটল ম্যাগাজিন ও ছোট প্রকাশকদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন, সুজিত বসু ও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা ওদের দেখবে। একটু জল, একটু খাবার পৌঁছে দেবে।” বইমেলার উদ্বোধন সেরেই হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশে রওনা দেন মমতা।
