আজ রবিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সাড়ে নয় লাখ পরীক্ষার্থীর অনেকেই পৌঁছে গিয়েছিলেন যার যার কেন্দ্রে। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে পঞ্চায়েত নিয়োগ কমিশন পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করল গুজরাত।
ঘটনায় অস্বস্তিতে পড়েছে গুজরাতের বিজেপি সরকার। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে তারা এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্রের কপি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ মনে করছে, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে। টাকার বিনিময়ে প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে সন্দেহে রাজ্যের বিভিন্ন এলাকায় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টারে অভিযান শুরু করেছে পুলিশ।
গুজরাত পঞ্চায়েত কর্মী নিয়োগ কমিশন বলেছে, যত দ্রুত সম্ভব পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। সেদিন পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য প্রার্থীদের যাতায়াত খরচ কমিশন বহন করবে। অ্যাডমিট কার্ড দেখিয়ে ট্রেনে এবং সরকারি বাসে যাতায়াত করা যাবে।