ফের নামল তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বিকেলে থেকেই ফের ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছে কলকাতা জুড়ে। আবহাবিদরা এর পিছনে থাকা কারণ হিসেবে পশ্চিমী ঝঞ্ঝার কথাই জানাচ্ছেন। যদিও উত্তরবঙ্গে সামান্য ঊর্ধ্বমুখী তাপমাত্রা। প্রতি বছর সরস্বতী পুজোর সময় মৃদু শীত থাকে। যদিও এই বছর পুজোর দিনে তাপমাত্রার পরিবর্তন দেখা গিয়েছে। বেশ গরম অনুভব করেন রাজ্যের মানুষ। সরস্বতী পুজোর পরের দিন তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রির কাছে পৌঁছে যায়। সেই সময় অনেকেই মনে করছিলেন যে রাজ্য থেকে শীতের বিদায় ঘটে গিয়েছে। কিন্তু এদিন ফের হিমের পরশ অনুভব করল শহরবাসী।
প্রসঙ্গত, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭.৫ ডিগ্রি। পাশাপাশি কমছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। সেই তাপমাত্রা রবিবার হবে ১৭.৪ ডিগ্রি। অর্থাৎ শনিবারের তলনায় থান্ডা বেশি হবে রবিবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। সোমবারের তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।