পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে কড়া হবে তৃণমূল কংগ্রেস। আগেই এই বিষয়ে জানিয়ে দিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একনকি যারা প্রার্থী হতে চান তাদের কাছে এই সংক্রান্ত আবেদন জমা দিতেও কেউ কেউ বলেছিলেন।
এবার পঞ্চায়েতে প্রার্থী হওয়ার জন্য বহু মানুষ ‘এক ডাকে অভিষেক’ ফোন করেছেন বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। প্রসঙ্গত নদীয়ার সভা থেকে তিনি গোটা রাজ্যের মানুষকে এক ডাকে অভিষেক কর্মসূচীতে ফোন করতে বলেছিলেন। অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘প্রচুর জন প্রার্থী হওয়ার জন্য ফোন করেছেন। ফোন করেছেন বহু অরাজনৈতিক ব্যক্তিও’। নদীয়া, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গা থেকে ফোন এসেছে। সূত্রের খবর, অন্য রাজনৈতিক দল থেকেও অনেকে ফোন করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! গতবছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তিতে পৈলানে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনার কথা বলেছিলেন তিনি। অভিষেক জানিয়েছিলেন, ২০১৯ সালের ১৮ জুন তিনি সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। তাই এই দিনটিকেই এক ডাকে অভিষেক কর্মসূচির সূচনা হিসেবেও বেছে নিয়েছেন তিনি।